বিরোধী দল-মতের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে ১ আগস্ট মশাল মিছিল করবে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৯ জুলাই ২০২৩


ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী রাজনৈতিক
দলগুলোর কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও গ্রেফতার
নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। এর বিরুদ্ধে আগামী ১ আগস্ট
ঢাকায় মশাল মিছিলের ঘোষণা দিয়েছে তারা।



আজ শনিবার (২৯ জুলাই২০২৩) এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ
বলেন, আওয়ামীলীগ বর্তমানে জনবিচ্ছিন্ন এক নিপীড়ক দলে পরিণত হয়েছে। ফলে ফ্যাসিবাদী
কায়দায় দেশব্যাপী হাজার হাজার বিরোধী দল ও মতের মানুষকে হামলা করে মামলা দিয়ে জেলে
ঢুকিয়ে জনগণের ন্যায্য আন্দোলনকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ যখন আওয়ামী  ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নেমে
আসছে তখন ছাত্রলীগ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের জোরপূর্বক আওয়ামী লীগের তথাকথিত শান্তি  সমাবেশে যোগ দিতে বাধ্য করছে। গতকাল গুলিস্তানে
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত হয়। ঢাকার আব্দুল্লাহপুরে চেকিংএর নামে
৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে গত তিন দিনে কয়েকশত মানুষকে গ্রেফতার
করে জেলে ঢুকানো হয়। নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে বিএনপি
কর্মী বলে মারধর করছে, কুপিয়ে জখম করেছে। ঢাকার প্রবেশদার গুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিতে
পুলিশ নেক্কারজনক  হামলা চালায়, বিশেষ করে
সাইনবোর্ড, ধোলাইখাল মাতুয়াইল যাত্রাবাড়ী সহ বেশ কিছু স্থানে পুলিশ ও আওয়ামী দুর্বৃত্তদের
সশস্ত্র হামলায় অনেকে গুরুতর আহত হয়।



নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিবাদ উচ্ছেদের আন্দোলনে এবং রাষ্ট্রীয়
বাহিনীর এ ধরনের ন্যাক্কারজনক হামলা নির্যাতনের বিরুদ্ধে ছাত্র সমাজকে মাঠে থাকতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, বিরোধীদল ও মতের উপর হামলা মামলার বিরুদ্ধে এবং
আটককৃতদের মুক্তির দাবিতে আগামী ১ আগস্ট সন্ধ্যায় মশাল মিছিলে যোগ দেয়ার আহ্বান জানান
তারা।



বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক, বাংলাদেশ
ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়দুল হক
নিশান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ
সম্পাদক দিলীপ রায় , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ,
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত
সভাপতি
 তাওফিকা প্রিয়া।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url