পাহাড়িদেরকে নিজ জমিতে ঘর নির্মাণে বাধা ও হয়রানির প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩


খাগড়াছড়ি জেলার মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের
বদানালা, জয়সেন পাড়া ও উত্তর জয়সেন পাড়ায় পাহাড়িদেরকে নিজ জমিতে ঘর নির্মাণে বাধা ও
হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহালছড়ি ভূমি রক্ষা কমিটি।



‘সেনাবাহিনীকে ভূমি বেদখলের হাতিয়ার হিসেবে
ব্যবহার বন্ধ কর’ শ্লোগানে গতকাল সোমবার (৩১ জুলাই ২০২৩) তারা এই বিক্ষোভ মিছিল করেন।



মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে
মহালছড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য লিটন চাকমার সঞ্চালনায় বক্তব্যে রাখেন মহিলা কার্বারী
হ্যাপি চাকমা ও এলাকার মুরুব্বী উদয়ন চাকমা প্রমুখ।


বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বদানালা,
জয়সেন পাড়া ও উত্তর জয়সেন পাড়ায় বহিরাগত সেটেলাররা সেনাবাহিনীকে হাতিয়ার করে নানা ষড়যন্ত্রের
মাধ্যমে পাহাড়িদের ভূমি বেদখল, পাহাড়িদের ঘর নির্মাণে বাধা, সাম্প্রদায়িক দাঙ্গা,
লুটপাট, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর
মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে পাহাড়িদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে
সেটলাররা। সেনাবাহিনী ও প্রশাসনের সহায়তা ও পৃষ্ঠপোষকতা থাকায় সেটলার বাঙালিরা নির্দ্বিধায়
ভূমি বেদখল ও পাহাড়িদের হয়রানি করে যাচ্ছে। অপরদিকে পাহাড়িরা নিজ ভূমি থেকে উচ্ছেদের
শিকার হচ্ছে, বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার থেকে।



বক্তারা আরো বলেন, নিজেদের ভূমির উপর আমাদেরকে
অধিকার দিতে হবে। আমাদের ভূমির উপর লোলুপ দৃষ্টি দেয়া বন্ধ করে সেটলার বাঙালিদের সমতলে
পুনর্বাসন করতে হবে। আমাদের ভূমি আমাদের মা। আমাদের অস্তিত্ব রক্ষার্থে বাপ-দাদার বাস্তুভিটা,
ভূমি আর বেদখল হতে দেব না।



সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সেনাবাহিনীর
সহায়তায় ভূমি বেদখল বন্ধ করা, এ যাবত বেদখলকৃত সকল ভূমি ফেরত দেয়া এবং ভূমি বেদখলকারী
সেটলারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url