কুদুকছড়িতে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবস’ উপলক্ষে র‌্যালি করেছে শিক্ষার্থীরা

রাঙামাটি প্রতিনধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩


আসুন, আমাদের পৃথিবী নামক গ্রহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি" এই
শ্লোগানে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে ‘বিশ্ব প্রকৃতি ও সংরক্ষন দিবস’ উপলক্ষে
প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিচ্ছন্ন অভিযান ও র‌্যালি করেছে শিক্ষার্থীরা।



আজ ২৮ জুলাই ২০২৩, শুক্রবার বিকালে ‘পরিবেশ রক্ষার্থে সচেতন শিক্ষার্থীবৃন্দ’
ব্যানারে মাওরুম আইডিয়াল স্কুল থেকে একটি র‌্যালি শুরু হয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে
বড় মাওরুম উচ্চ বিদ্যালয় ফটকে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বিএম কলেজের শিক্ষার্থী
তুহিন চাকমা, মাওরুম আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নীতি চাকমা, রাঙামাটি সরকারি কলেজের
শিক্ষার্থী রিকা চাকমা ও সুপম চাকমা।


বক্তারা, পার্বত্য চট্ট্রগামে পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের যে অপচেষ্টা
চলছে তার জন্য সরকারকে দায়ি করেন। তারা বলেন, আজ আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেখানে
মুক্ত পরিবেশে বাঁচার দায় হয়ে দাড়িয়েছে। পাহাড়ের প্রকৃতি ও পরিবেশ ক্ষতি করে যত্রতত্র
পর্যটন গড়ে তোলা হচ্ছে। পলিথিন ও প্লাস্টিক সহ প্রকৃতি ও পরিবেশ ক্ষতিকারক পণ্য ব্যবহার
বন্ধ করার আহ্বান জানান তারা।



র‌্যালিতে পরিবেশ-প্রকৃতি রক্ষা বিষয়ক বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড
প্রদর্শন করা হয়।



 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url