খাগড়াছড়িতে সেটলার কর্তৃক ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৯ জুলাই ২০২৩


খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের
৮নং ওয়ার্ডের রমেশ কার্বারী পাড়া ও থলিপাড়া শ্মশান এলাকায় সেটলার বাঙালি কর্তৃক ভূমি
বেদখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।



আজ শনিবার (২৯ জুলাই ২০২৩) বেলা ২টার সময়
১নং খাগড়াছড়ি ইউপি এলাকাবাসী এই বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে
বিনা চাঁন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন তংগ্য কার্বারী ও যুব সমাজের প্রতিনিধি
প্রদীপ ত্রিপুরা।



বক্তারা অভিযোগ করে বলেন, গতকাল শুক্রবার
(২৮ জুলাই ২০২৩) রমেশ কার্বারী পাড়া ও থলি পাড়া শ্মশান এলাকায় স্থানীয় পাহাড়িরা নিজেদের
জায়গায় ঘর নির্মাণ করতে গেলে একই ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা সেটলার মো. কাশেম
একদল সেনা সদস্যকে সাথে নিয়ে পাহাড়িদের ঘর নির্মাণে বাধা দেয় এবং ঐ জায়গাটি তার বলে
দাবি করে।



তারা বলেন, আমরা বংশপরম্পরায় উক্ত জায়গাটি
ভোগদখল করে আসছি। উক্ত শ্মশানে আমরা যুগ যুগ ধরে মৃতদেহ স
কার
করে আসছি। কিন্তু ওই জায়গাটি কিভাবে বহিরাগত একজন বাঙালি নিজের বলে দাবি করতে পারে?
সেনাবাহিনী কেন পাহাড়িদের ভোগদখলীয় জায়গা ও শ্মশান বেদখলে সেটলার বাঙালিদের সহযোগিতা
দিচ্ছে?



বক্তারা উক্ত জায়গাটি বেদখলের চেষ্টা না
করার আহ্বান জানিয়ে বলেন, আমরা আমাদের বংশপরম্পরায় ভোগদখলীয় জায়গা কোনভাবেই বেদখল করতে
দেবো না। জীবন দিয়ে হলেও আমাদের ভূমি আমরা রক্ষা করবো।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url