মাটিরাঙ্গায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে পথসভা

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩





খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘পাথর উত্তোলন-পাহাড়
কেটে বিপদ ডেকে আনবেন না, ব্যক্তি মুনাফা লোভে পরিবেশ ধ্বংসকারিদের প্রতিরোধ করুন’ শ্লোগানে
‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ উপলক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।



আজ শুক্রবার (২৮ জুলাই ২০২৩) মাটিরাঙ্গার সচেতন ওয়াসু এলাকাবাসী এই কর্মসূচি পালন করে।



পথ সভায় নিশান মারমার সভাপতিত্বে ও এলাকার
যুবক রবিন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন রিকেন চাকমা ও এলাকার মুরুব্বী উজ্জ্বল
ত্রিপুরা।



বক্তারা বলেন, প্রকৃতিকে রক্ষা করা না
গেলে মানবজাতি টিকে থাকতে পারবে না। তাই আমাদের বেঁচে থাকার জন্য বন, প্রকৃতি ও পশু-পাখি
রক্ষা করতে হবে। প্রাকৃতিক পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। প্লাস্টিকের শপিং ব্যাগ,
প্লাস্টিকের বোতল, ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্‌গ্রাম
বিভিন্নভাবে আজ আক্রান্ত। সরকার উন্নয়নের নামে বন-পাহাড় কেটে রাস্তাঘাট নির্মাণ, যত্রতত্র
পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। বহিরাগত পর্যটকরা পাহাড়ে
এসে যত্রতত্র প্লাস্টিকের বর্জ্য ফেলে পাহাড়ের পরিবেশকে নষ্ট করছে।



বক্তারা প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার জন্য
পরিবেশের জন্য ক্ষতিকর রাবার, সেগুন, ইউক্লিপটাসসহ বিদেশি প্রজাতির গাছ লাগানো লাগানো
থেকে বিরত থাকা এবং ছোট খাল ঝিরি ধ্বংসের মূল হোতা অবৈধ পাথর উত্তোলনকারীদের প্রতিরোধে
জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url