খাগড়াছড়ির গামারিঢালা-বিজিতলা এলাকায় ৩৩ পরিবার রোহিঙ্গাকে পুনর্বাসনের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ আগস্ট ২০২৩


খাগড়াছড়ির সদর উপজেলার ১নং খাগড়াছড়ি
ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের অন্তর্গত গামারিঢালা-বিজিতলা এলাকায় অবৈধভাবে
৩৩ পরিবার রোহিঙ্গাকে পুনর্বাসনের অভিযোগ পাওয়া গেছে।



যে জায়গায় রোহিঙ্গাদের পুনর্বাসন করা
হয়েছে সেটি খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পূর্ব ও পশ্চিম পাশে অবস্থিত। এটি ২৫৬ নং গামারিঢালা
ও ২৫৭ নং নুনছড়ি মৌজার অন্তর্গত। উক্ত জায়গাটি এক সময় পাহাড়িদের ভোগদখলাধীন থাকলেও
দেশের জরুরী অবস্থার আগে-পরের সময়ে সেনাবাহিনীর সহযোগীতায় সেটলাররা জোরপূর্বক
বেদখল করে।  



অভিযোগ পাওয়া গেছে, বিজিতলা আর্মি
ক্যাম্পের কমাণ্ডার ক্যাপ্টেন ইয়াসিন অবৈধভাবে পুনর্বাসিত রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন
সনদ ব্যবস্থা করে দেয়ার জন্য স্থানীয় ১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের উপর চাপ সৃষ্টি করছেন।
জন্ম নিবন্ধন সনদ দিতে না চাওয়ায় ইতিমধ্যে পাহাড়ি ইউপি সচিব শিপংকর চাকমা (সতেজ)-কে
অন্যত্র বদলী করে গত ২৩ জুলাই ২০২৩ মাটিরাঙ্গা থেকে নাজমুল ইসলাম নামে একজনকে নতুন ইউপি
সচিব নিয়োগ দেওয়া হয়েছে।



জানা গেছে, বিভিন্ন সময় ২/১ পরিবার
করে রোহিঙ্গাদের নিয়ে এসে সেখানে বসতি গড়ে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত অন্তত ৩৩ পরিবার
রোহিঙ্গা সেখানে পুনর্বাসন করা হয়েছে। সেটেলারদের অবৈধ দখলে থাকা উক্ত পাহাড়িদের জমিতে
রোহিঙ্গা পরিবারগুলোকে পুনর্বাসন করা হচ্ছে বলে জানা গেছে।



সেনাবাহিনীর সোর্স হিসেবে পরিচিত মো.
নিজাম রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এছাড়া
৩নং ওয়ার্ডের মেম্বার আনুমং মারমাও এ কাজে সেনাবাহিনীর এ অবৈধ কাজে সহযোগিতা দিচ্ছেন—এমন অভিযোগও
উঠেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url