সাজেকের বাইবাছড়া এলাকায় ইউপিডিএফের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩


রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটের বামে বাইবাছড়া গ্রামের লুদিবাঁশ
ছড়ায় জনগণের চলাচলের সুবিধার্থে ইউপিডিএফ গঙ্গারাম ইউনিটের উদ্যোগে একটি কাঠের সেতু
নির্মাণ করে দেওয়া হয়েছে।



গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) ইউপিডিএফ’র গঙ্গারাম ইউনিটের সংগঠক
আর্জেন্ট চাকমার নেতৃত্বে স্থানীয় যুবক ও মুরুব্বীদের সহযোগীতা নিয়ে এই কাঠের সেতুটি
নির্মাণ করা হয়।



সেতুটি নির্মাণের ফলে বাইবাছড়া ও রেতকাবা এই দুই গ্রামের বসবাসকারী লোকজনের
সুবিধা হয়েছে বলে স্থানীয়রা ইউপিডিএফের প্রতি ধন্যবাদ জানান।


স্থানীয় কার্বারী বিশ্বমনি চাকমা বলেন, সেতুটি নির্মাণের ফলে আমাদের
অনেক সুবিধা হয়েছে। বর্ষার সময় বৃষ্টিতে ছড়ায় পানি বেড়ে গেলে স্কুলের ছাত্র/ছাত্রীদের
অনেক ভোগান্তিতে পড়তে হয়। এখন থেকে আর সে রকম ভোগান্তি পোহাতে হবে না। ছাত্র-ছাত্রীরাসহ
এলাকার লোকজন ঠিকমত যাতায়াত করতে পারবে।



তিনি সেতুটি নির্মাণ করে দেয়ার জন্যি ইউপিডিএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 



 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url