ইউপিডিএফের উদ্যোগে বেতবুনিয়ায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৪ আগস্ট ২০২৩
সম্প্রতি টানা বৃষ্টির কারণে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের
৯নং ওয়ার্ডের কালাকাজি পাড়া এলাকায় পাহাড় ধসে যাতায়াতের রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত
হয়। এতে রাস্তাটি চলাচল অনুপোযোগী হয়ে এলাকার জনগণ দুর্ভোগের মধ্যে পড়ে। গাড়ি চলাচল
বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী উৎপাদিত কাঁচামাল বেতবুনিয়া বাজারে নিতে
না পেরে চরম অসুবিধার সম্মুখীন হয়।
জনগণের এই দুর্ভোগ লাঘবে ইউপিডিএফের স্থানীয় ইউনিট উক্ত ক্ষতিগ্রস্ত
রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করে। আজ সোমবার (১৪ আগস্ট ২০২৩) স্থানীয় যুব সমাজের
সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।
ইউপিডিএফ সংগঠক অমর চাকমার তত্ত্বাবধানে স্থানীয় ইউপিডিএফ কর্মী-সমর্থক
ও এলাকার যুবকরা মিলে সড়কটি মেরামতের কাজ করেছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।