সুবলং-এ জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ!

সুবলং প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩

প্রতীকী ছবি

রাঙামাটির বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের রূপবানে জেএসএস সন্তু গ্রুপের
সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক তপন চাকমা ওরফে বাবুধন নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার
অভিযোগ পাওয়া গেছে।



আজ শুক্রবার (৪ আগস্ট ২০২৩) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।



মারধরের শিকার হওয়া তপন চাকমা সুবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর উকছড়ি
গ্রামের কার্বারি আনন্দ মোহন চাকমার ছেলে।



স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল আনুমানিক ৫টার সময় জেএসএস সন্তু গ্রুপের
সশস্ত্র সন্ত্রাসীরা রূপবান দোকানের ওপার থেকে তাদেরকে নিয়ে আসার জন্য তপন চাকমাকে
তার ইঞ্জিনচালিত বোটটি সেখানে পাঠানোর জন্য খবর পাঠায়। কিন্তু তিনি তাদের দেয়া সময়ানুসারে
বোটটি না পাঠালে পরে সন্ত্রাসীরা বিচক্ষণ ও পুরু চাকমার নেতৃত্বে একটি সশস্ত্র দল অন্য
একটি বোটযোগে রূপবান দোকানে চলে আসে। এসময় সেখানে তপন চাকমাকে নাগাল পেলে সন্ত্রাসীরা
তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি হাত-পা ও গলায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা
গেছে।



পরে সন্ত্রাসীরা অন্য একজনের বোট নিয়ে গাছকাটা ছড়া হয়ে বড়কলকের দিকে
চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।



এদিকে, এলাকাবাসী এমন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তপন চাকমাকে মারধরের
ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।



এলাকাবাসীর অভিযোগ, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন
ধরে এলাকার জনগণকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও নানাভাবে নিপীড়ন চালিয়ে আসছে। তারা এলাকার
সাধারণ জনগণকে বরাবরই নানা সন্দেহের দৃষ্টিতে দেখে থাকে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url