সাজেকে ইউপিডিএফ ও নারী সংঘের উদ্যোগে কৃষকের জমিতে ধানের চারা রোপনে সহায়তা
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৭ আগস্ট ২০২৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম নারী
সংঘের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কৃষকের জমিতে ধানের চারা রোপনে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৭ আগস্ট ২০২৩) ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা ও পার্বত্য
চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক রুপসী চাকমার নেতৃত্বে একটি টিম ধানের চারা রোপনে সহায়তা কাজে অংশগ্রহণ করেন। এছাড়াও এতে স্থানীয়
গ্রাম হতে ছাত্র-ছাত্রীরাও যোগ দেন।
জনগণকে এমন সহায়তা প্রদান বিষয়ে ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন,
আমাদের পার্টি রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ছাড়া্ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম চালিয়ে
যাচ্ছে। ধানের চারা রোপনে সহায়তা প্রদানও তারই অংশ। জনগণের সুখ-দুঃখে পার্টি সবসময়
পাশে রয়েছে। জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগীতা নিয়েই পার্টি আজ এতদূর আসতে পেরেছে।
তিনি বলেন, আমাদের সমাজে আগে যেভাবে পরস্পরকে সহযোগিতা প্রদান করা হতো
এখন আর সে রকম নেই। কিন্তু সমাজে ঐক্য ও সংহতি জোরদার করার জন্য এটা খুবই দরকার। তিনি
সমাজের প্রত্যেককে এ ধরনের সহযোগীতামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।