রাঙামাটির কুদুকছড়ি হাফবাজারে অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি পুড়ে ছাই
রাঙামাটি
প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৯ আগস্ট
২০২৩
রাঙামাটি সদর
উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের কুদুকছড়ি মূল বাজারের পাশের হাফবাজার নামক স্থানে ভয়াবহ
অগ্নিকাণ্ডে ৯টি বসতবাড়ি-দোকানঘর পুড়ে ছাই হয়েছে।
আজ বুধবার (৯
আগস্ট ২০২৩) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে
জানা গেছে।
অগ্নিকাণ্ডের
ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১ কোটি টাকা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
স্থানীয় সূত্রে
জানা যায়, আজ সন্ধ্যা আনুমানিক ৬টার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের
সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশে-পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৯টি
বসতবাড়িসহ ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিভাতে পারলেও
ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, ১.
বিমল জ্যোতি চাকমা, পিতা- বিজয় শান্তি চাকমা; ২. সুমিত্র চাকমা, পিতা-মঙ্গল কুমার চাকমা;
৩. মানেক লাল চাকমা, পিতা- সুরেন্দ্র লাল চাকমা; ৪. বীর কুমার চাকমা, পিতা-সুরেন্দ্র
লাল চাকমা; ৫. মতি লাল চাকমা, পিতা- বিজু মোহন চাকমা; ৬. বিবর্তন চাকমা, পিতা-মৃত চন্দী
লাল চাকমা; ৭. অনিল চাকমা. পিতা- বিজু ধন চাকমা; ৮. জীব বাহাদুর চাকমা; পিতা- মৃত
মেরী চান চাকমা ও ৯. একটি দোকান ঘর (মালিক জীব বাহাদুর চাকমা)।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।