লক্ষ্মীছড়িতে তপন, এল্টন, পলাশ চাকমাদের ৫ম শহীদ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ আগস্ট ২০২৩


খাগড়াছড়ি সদরের স্বনির্ভর হত্যাকাণ্ডে নিহত ছাত্র নেতা তপন, এল্টন ও
যুবনেতা পলাশ চাকমাদের ৫ম শহীদ বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীছড়িতে স্মরণসভা করেছে বৃহত্তর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।
আগামী ১৮ আগস্ট এ নৃশংস হত্যাকাণ্ডের ৫ বছর পূর্ণ হবে।



আজ শনিবার (১২ আগস্ট ২০২৩) “শহীদ তপন-এল্টন-পলাশের আত্মবলিদানের চেতনায়
আমরা উজ্জীবিত; খাগড়াছড়ির সাবেক ব্রিগেড কমান্ডার মোত্তালেবের পরিণতিও হবে কসাই টিক্কা
খানের মতো ভয়ঙ্কর; আসুন, বীর শহীদের রক্তস্নাত পতাকা উর্ধ্বে তুলে ধরি” এসব শ্লোগানে
এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।



উক্ত স্মরণসভায় গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি
পাইচি মারমার সভাপতিত্বে, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রুপন্ত চাকমার সঞ্চালনায় বক্তব্য
রাখেন, ইউপিডিএফ-এর লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক বিবেক চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি
উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রূপায়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা
শাখার অর্থ সম্পাদক দিপা চাকমা।



বক্তারা দীর্ঘ ৫ বছরেও স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার
ও শাস্তি না হওয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৮ সালের ১৮ আগস্ট স্বনির্ভর বাজারে তৎকালীন
খাগড়াছড়ি ব্রিগেড কমাণ্ডার আব্দুল মোত্তালেবের লেলিয়ে দেয়া নব্যমুখোশ সন্ত্রাসীরা পুলিশের
সামনে গুলি করে পিসিপি নেতা তপন, এল্টন, যুবনেতা পলাশ চাকমাসহ ৬ জনকে ও পেরাছড়ায় ১ জনকে
হত্যা করে। কিন্তু এ ঘটনার ৫ বছরেও খুনিদের গ্রেফতার করা হয়নি।


বক্তারা আরো বলেন, সেনাবাহিনী পাহাড়ি জনগণের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসনের
আন্দোলনকে স্তব্দ করে দেয়ার জন্য একদিকে সশস্ত্র সন্ত্রাসীদের মদদ দিয়ে খুন, গুম, অপহরণসহ
নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অন্যদিকে নিজেরা অন্যায় ধরপাকড়, বিচারবহির্ভুত
হত্যা, নিপীড়ন-নির্যাতন, ঘরবাড়ি তল্লাশিসহ প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।



তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, খুন, গুম, দমন-পীড়ন করে কখনো জনগণের
ন্যায্য আন্দোলনকে দমন করা যায় না। তপন, এল্টন, পলাশদের হত্যা করা গেলেও তাদের চেতনায়
উজ্জীবিত হয়ে নতুন প্রজন্ম আজ আন্দোলনে শরীক হয়েছে। অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন
প্রজন্ম শহীদ তপন, এল্টন, পলাশদের রক্তের ঋণ শোধ করবে। যারা এই খুন, গুম ও অন্যায়-অবিচারের
সাথে জড়িত তাদের বিচার একদিন পার্বত্য চট্টগ্রামের মাটিতে হবেই।



বক্তারা শহীদের রক্তস্নাত পতাকা উর্ধ্বে তুলে ধরে পার্বত্য চট্টগ্রামে
অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামিল হওয়ার জন্য ছাত্র-যুব-নারী
সমাজের প্রতি আহ্বান জানান।



স্মরণসভা থেকে বক্তারা অবিলম্বে শহীদ তপন, এল্টন, পলাশ চাকমাসহ ৭ খুনের
মদদদাতা সাবেক খাগড়াছড়ি ব্রিগেড কমাণ্ডার আব্দুল মোত্তালেবসহ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের
আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url