ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে পুনরায় জেলগেট থেকে আটকের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ
দীঘিনালা প্রতিনিধি,
সিএইচটি নিউজ
সোমবার, ৭ আগস্ট ২০২৩
কারামুক্ত ছাত্র নেতা ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে সেনাবাহিনী কর্তৃক পুনরায় জেলগেট
থেকে আটকের প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ
(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)
ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ সোমবার (৭ আগস্ট
২০২৩) বেলা ২টার সময় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন
পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি মিঠুন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন হিল
উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের
দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা।
সমাবেশে মিঠুন চাকমা অভিযোগ
করে বলেন, ছাত্রনেতা কুনেন্টু চাকমা দীর্ঘ চার বছরের অধিক মিথ্যা মামলায় রাঙামাটি
জেলা কারাগারে বন্দি থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৩ আগস্ট ২০২৩ কারাগার থেকে
বের হতে গেলে কারাফটক থেকে সেনাবানিহী তাকে পুনরায় আটক করে নিয়ে যায। তিনদিন
রাঙামাটি সেনা ব্রিগেডে আটক করে গত ৬ আগস্ট তাকে কাউখালী থানায় সোপর্দ করে আরেকটি
মিথ্যা অস্ত্র মামলা দিয়ে আবারো কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ২০২১ সালের ২২
সেপ্টেম্বর একই কায়দায় তাকে জেলগেট থেকে আটক করা হয়েছিল।
তিনি আরো বলেন, উচ্চ আদালতের আদেশে কারামুক্ত একজন রাজনৈতিক কর্মীকে বার বার জেলগেট থেকে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে
পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর কাছে দেশের আইন-আদালতের কোন
গুরুত্ব নেই। এখানে তারা যা ইচ্ছে তাই করবে, সেটাই যেন আইন-আদালত। একটি
গণতান্ত্রিক দেশে এ ধরনের অন্যায়-অবিচার চলতে পারে না। কারণ এ দেশের সংবিধান
প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করেছে।
সমাবেশ থেকে তিনি অবিলম্বে
অন্য সকল মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক ছাত্রনেতা কুনেন্টু চাকমাসহ আটক সকল নেতা-কর্মীকে
নিঃশর্ত মুক্তি ও বেআইনি ধরপাকড়, দমন-পীড়ন বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।