নান্যাচরে দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

নানাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩


রাঙামাটির নান্যাচর উপজেলার সদর ইউনিয়নের সাপমারা গ্রামে সেনাবাহিনী
কর্তৃক দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে।



আজ শুক্রবার (১ সেপ্টেম্বর ২০২৩) ভোররাতে এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা
যায়।



তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- কুনেন্দু বিকাশ চাকমা (৬৫), পিতা-মৃত
হেম রঞ্জন চাকমা ও জগৎ জ্যোতি চাকমা (৫৫), পিতা- ঐ। তারা দু’জনই আপন ভাই। এর মধ্যে
কুনেন্দু বিকাশ চাকমা হলেন সাবেক ইউপিডিএফ কর্মী তাপু মনি চাকমার পিতা।



স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাত ৩টার সময় নান্যাচর সেনা জোন থেকে
দুটি ইঞ্জিনচালিত বোট যোগে একদল সেনা সদস্য দু’জন পুলিশ ও দু’জন নব্য মুখোশ দুর্বৃত্তকে
সাথে নিয়ে সাপমারা গ্রামে হানা দেয়। সেনারা প্রথমে কুনেন্দু বিকাশ চাকমার বাড়ি ঘেরাও
করে বাড়ির ঘুমন্ত লোকজনকে জাগিয়ে বাড়ি থেকে বাইরে বের হতে বলে। লোকজন বাইরে বের হলে
পরে সেনারা বাড়িতে প্রবেশ করে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। তারা বাড়িতে রাখা ড্রয়ার
খুলে দেখাতে বাধ্য করে। এ সময় সেনারা বার বার ‘তাপু মনি চাকমাকে’ খোঁজ করে বলে ভুক্তভোগী
পরিবারের লোকজন জানান। তবে তাপু মনি চাকমা এ সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।



এরপর একই কায়দায় সেনারা পার্শ্ববর্তী তার ভাই জগৎ জ্যোতি চাকমার বাড়িতেও
তল্লাশি চালায়।



সেনাদের থাকা মুখোশ দুর্বৃত্তরা সেনাবাহিনীর পোশাক পরিহিত ও কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।



সেনারা ভোররাত ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করে বাড়ির লোকজনকে নানা হয়রানি
করে।



পরে সেনাদের সাথে থাকা পুলিশ সদস্যরা কুনেন্দু বিকাশ চাকমা ও জগৎ জ্যোতি চাকমার
কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সেখান থেকে চলে যায় বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url