ব্রিটিশ কর্তৃক পার্বত্যাঞ্চলকে তথাকথিত ‘জেলায় রূপান্তর’ দিবসে কাউখালীতে তিন সংগঠনের পাঠচক্র

কাউখালী প্রতিনিধি,
সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১
আগস্ট ২০২৩


ব্রিটিশ ঔপনিবেশিক
শাসক কর্তৃক স্বাধীন পার্বত্যাঞ্চলকে তথাকথিত “জেলায় রূপান্তর” দিবস উপলক্ষে রাঙামাটির
কাউখালীতে এক পাঠচক্রের আয়োজন করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ
(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী উপজেলা শাখা।



আজ ১ আগস্ট
২০২৩, মঙ্গলবার ‘সরকারি ভাষ্য-ই ইতিহাস নয়, প্রকৃত ঘটনাবলী জানুন’ শ্লোগানে এই পাঠচক্রটি
আয়োজন করা হয়।



“পার্বত্য চট্টগ্রামে
ঔপনিবেশিক শাসন (১৮৬০-১৯৪৭): শোষণ-বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে পাহাড়ি জনগণের অব্যাহত
সংগ্রাম” শীর্ষক উক্ত পাঠচক্রে উপস্থিত ছিলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট
(ইউপিডিএফ) এর সংগঠক অমিয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান
ইউপিডিএফের সংগঠক সুনয়ন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি
জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সভাপতি থুইনুমং
মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী উপজেলা শাখার তথ্য-প্রচার সম্পাদক মাওচিং মারমা,
পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী উপজেলার সভাপতি দিপায়ন চাকমা। এছাড়া কাউখালী উপজেলা ও
কলেজ শাখার নেতৃবৃন্দগণ এতে উপস্থিত ছিলেন।



পাঠচক্রের আলোচনা
শুরুতে এ যাবতকালে অধিকার আদায়ের লক্ষ্যে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট
নিরবতা পালন করা হয়।



পাঠচক্রে আলোচকগণ
১৮৬০ সালের ১ আগস্ট স্বাধীন পার্বত্যাঞ্চলকে তথাকথিত “জেলায়’ রূপা্ন্তর বিষয়ে বিশদভাবে
আলোচনা করেন। মূলত পাঠচক্রে ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসার লেখা ‘পার্বত্য চট্টগ্রামে
সংগ্রামী ঐতিহ্য, ইউপিডিএফ ও নতুন দিনের লড়াই’  শিরোনামে লেখা পুস্তিকার উপর বিস্তারিত আলোচনা করা
হয়। উক্ত পুস্তিকাতেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণসহ পার্বত্য চট্টগ্রামের বর্তমান
রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে উল্লেখ রয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url