খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে রাঙাামটির কুদুকছড়িতে স্মরণসভা
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার
(১৫ আগস্ট ২০২৩) রাঙামাটির কুদুকছড়িতে স্মরণসভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি
ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখা। ২০১৮ সালের ১৮ আগস্ট রাষ্ট্রীয় মদদপুষ্ট
সন্ত্রাসী কর্তৃক উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
“মরতে যখন শিখেছি, দুনিয়ার কেউ আর আমাদের দমিয়ে রাখতে পারবে না” শ্লোগানে আজ দুপুর ১২টায় এ স্মরণসভা
অনুষ্ঠিত হয়।
স্মরণসভার শুরুতে তপন-এল্টন-পলাশ সহ এযাবৎকালে অধিকার আদায়ের
লক্ষে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে
ও সহ সাধারণ সম্পাদক আনন্দ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ
সংগঠক বিবেক চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিমি চাকমা,
গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা। সভায়
স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক ঝিমিত
চাকমা।
বক্তারা বলেন, খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে প্রকাশ্য দিবালোকে পুলিশ ও
বিজিবি সদস্যদের সামনে ২০১৮ সালের ১৮ আগস্ট রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীরা
নৃশংস হত্যাকাণ্ড চালায়। সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে পিসিপি নেতা তপন, এল্টন, যুব নেতা
পলাশ চাকমা ও পথচারীসহ একে একে ৬ জনকে হত্যা করে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত পুলিশ-বিজিবি
সদস্যরা দেখেও না দেখার ভাণ করে নিরব দর্শকের ভূমিকা পালন করে। একইদিন সন্ত্রাসীরা
পেরাছড়ায় বিক্ষোভরত জনতার উপর হামলা চালালে সেখানে ৭০ বছরের এক বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে
মারা যান। সন্ত্রাসীদের হামলায় সেদিন মোট ৭জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হন।
বক্তারা দীর্ঘ ৫ বছরেও প্রশাসন উক্ত হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী ও তাদের
মদদদাতাদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, খাগড়াছড়ি ব্রিগেডের তৎকালীন ব্রিগেড
কমাণ্ডার আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তার সৃষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে
সেদিন উক্ত নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত করেছিল। যার কারণে প্রশাসন খুনিদের গ্রেফতার
না করে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, খুন, গুম, দমন-পীড়ন চালিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।
শহীদের আত্মবলিদান থেকে শক্তি নিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য অধিকার
পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবো।
তারা রাষ্ট্রীয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্রসমাজসহ
সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
স্মরণসভা থেকে বক্তারা অবিলম্বে স্বনির্ভর হত্যাকাণ্ডের মূল হোতা খাগড়াছড়ি
ব্রিগেডের সাবেক ব্রিগেড কমাণ্ডার আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের
গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক মানবাধিকার
লঙ্ঘন বন্ধের দাবি জানান ।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।