স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকীতে গুইমারায় বিক্ষোভ মিছিল
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকীতে
গুইমারায় বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ শুক্রবার (১৮ আগস্ট ২০২৩) সকাল ৯টার
সময় উক্ত দুই সংগঠনের গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভের
আয়োজন করা হয়।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে রনি ত্রিপুরার
সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক নিশান ও গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙা উপজেলা
শাখার সভাপতি রিকেন চাকমা।
সমাবেশে বক্তারা ৫ বছরেও স্বনির্ভর হত্যাকাণ্ডে
জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৮ সালের আজকের
এই দিনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা ভারী অস্ত্রে পুলিশের সামনে ব্রাশফায়ার করে
তপন, এল্টন, পলাশসহ ৭ জনকে খুন করেছে। এ ঘটনায় ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও পুলিশ
সংগ্রহ করেছে। কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। বরং তাদেরকে দিয়ে সন্ত্রাসী
কর্মকাণ্ড চালানো হচ্ছে।
বক্তারা অবিলম্বে স্বনির্ভর হত্যাকাণ্ডের
মদদদাতা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব ও ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান।