পানছড়িতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া: জনমনে উদ্বেগ-ক্ষোভ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩


খাগড়াছড়ির পানছড়িতে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীদের অপত
পরতা বৃদ্ধির
খবর পাওয়া গেছে। তাদের সশস্ত্র মহড়ায় এলাকার জনমনে উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।



স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায়
সশস্ত্র ত
পরতা চালাচ্ছে।



আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে সন্ত্রাসীরা মধুমঙ্গল পাড়াবাসীদেরকে ২০
জনের ভাতের অর্ডার দেয় এবং ভাতগুলো কানুংগো পাড়া পৌঁছে দিতে বাধ্য করে বলে অভিযোগ
পাওয়া গেছে।



এর আগে গতকাল ১৭ আগস্ট পিন্টু চাকমা ও রমেল চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র
নব্যমুখোশ সন্ত্রাসী তিনটি সিএনজিযোগে পুজগাং, কানুংগো পাড়া এলাকায় হানা দিয়ে এলাকায়
আতঙ্ক সৃষ্টি করে এবং একই দিন তারা কিনাচান পাড়া ও আলীচার পাড়ায় সশস্ত্রভাবে ঘোরাফেরা
করে জনমনে ভীতি সঞ্চার করে।



সন্ত্রাসীরা পানছড়ি সাবজোন থেকে মাত্র এক কিলোমিটার দূরে কানুংগো পাড়ায়
গাড়ি আটকিয়ে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি করে। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে
কোন পদক্ষেপ নেয়নি। উপরন্তু সন্ত্রাসীরা যাতে নির্বিঘ্নে চাঁদাবাজি করতে পারে সেজন্য
তাদের নিরাপত্তার জন্য সেনা টহল জোরদার করা হয়।



এদিকে দুপুরে পিংকু চাকমার নেতৃত্বে সন্ত্রাসীরা সিএনজি ও মোটর সাইকেলে
করে মরাটিলা এলাকার পায়ং পাড়ায় গিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।



১৬ আগস্ট মধুরঞ্জন পাড়ার ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের মানিক্যা
পাড়ায় ডেকে নিয়ে আগমন চাকমা নামে এক নব্যমুখোশ দুর্বৃত্ত প্রত্যক পরিবার থেকে একজন
করে ১৮ আগস্ট তার নিকট হাজির হওয়ার নির্দেশ দেয়। অন্যথায় প্রত্যেক পরিবার থেকে ১
লক্ষ টাকা জরিমানা আদায় করা হবে বলে হুমকি দেয়।



তার আগে গত ১৪ আগস্ট সন্ত্রাসীরা রমেল চাকমার নেতৃত্বে একটি সশস্ত্র
দল লতিবানের চন্দ্রনাথ পাড়ার প্রিন্সিপাল টিলায় গিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা
চালায় বলে জানা গেছে।



এদিকে, সন্ত্রাসীদের এমন অপতপরতায় এলাকার
জনমনে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ
না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনাবাহিনী প্রতিনিয়ত ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ খুঁজে
বেড়ায়, নিরীহ জনগণের ওপর অত্যাচার করে থাকে। কিন্তু নব্যমুখোশ সন্ত্রাসীরা প্রকাশ্যে
অস্ত্রসহ ঘোরাফেরা করছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, অথচ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ
নেওয়া হচ্ছে না।



তারা নব্যমুখোশ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url