কারামুক্ত ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে পূনরায় কারাফটক থেকে গ্রেফতারের প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৭ আগষ্ট ২০২৩ইং


হাইকোর্টের জামিন আদেশে কারামুক্ত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয়
সহসভাপতি কুনেন্টু চাকমাকে রাঙামাটি কারাফটক থেকে সেনাবাহিনী কর্তৃক পূনরায় গ্রেফতারের
প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল
ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স
ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।



আজ সোমবার (৭ আগষ্ট ২০২৩) বিকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল
শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে পিসিপির রাঙামাটি জেলা শাখার সহ সাধারন সম্পাদক আনন্দ চাকমার
সঞ্চালনায় ও পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক তনুময় চাকমার সভাপতিত্বে
বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা
সভাপতি রিমি চাকমা।



সমাবেশে বক্তারা বলেন, গত ৩ আগস্ট ২০২৩ দেশের উচ্চ আদালত হাইকোর্টের
জামিন আদেশ নিয়ে রাঙামাটি জেলা কারাগার থেকে বের হওয়ার সময় পিসিপি নেতা কুনেন্টু চাকমাকে
দ্বিতীয়বারের মত কারাফটক থেকে সেনাবাহিনী বেআইনিভাবে গ্রেফতার করেছে। শুধু তাই নয়,
তারা তিনদিন হেফাজতে রেখে নিপীড়ন-নির্যাতন চালিয়ে কাউখালী থানায় হস্তান্তর করে নতুন
মিথ্যা মামলা দিয়ে আবরো কারাগারে পাঠিয়েছে। এর আগে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর একইভাবে
কারাফটক থেকে তাকে আটক করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।



বক্তারা এ গ্রেফতারের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বলেন,
পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনের মাধ্যমে রাজনৈতিক কর্মী ও জনগণের ওপর অন্যায় দমন-পীড়ন
চালাানো হচ্ছে। সেনাবাহিনী দেশের প্রচলিত আইন ও নাগরিকদের সংবিধানসম্মত অধিকারকেও ভলুণ্ঠিত
করছে।  



বক্তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক ছাত্রনেতা কুনেন্টু
চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।



উল্লেখ্য, বিগত ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি রাঙামাটির কুদুকছড়িতে সাংগঠনিক
কাজের সময় সেনাবাহিনী কুনেন্টু চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে থানায় হস্তান্তরের
মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। সেই পর থেকে তিনি কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url