খাগড়াছড়ির বিজিতলা ও গামারিঢালায় রোহিঙ্গা পুনর্বাসনের প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ

নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক মিছিলে অংশগ্রহণরীদের
হুমকি



মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩


খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের
বিজিতলা ও গামারিঢালা এলাকায় রোহিঙ্গা পুনর্বাসনের প্রতিবাদে ও পুনর্বাসিত রোহিঙ্গাদের
কক্সবাজার শরণার্থী শিবিরে ফেরত পাঠানোর দাবিতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



আজ মঙ্গলবার (২৯ আগস্ট ২০২৩) মহালছড়ি ভূমি
রক্ষা কমিটি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।



মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রিগ্যান
চাকমা ও উদয়ন চাকমা।



বক্তারা বলেন, বিজিতলা ও গামারিঢালায় অন্তত
৩৩ পরিবার রোহিঙ্গা পুনর্বাসন করা হয়েছে উল্লেখ করে বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে
পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করে দিতে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করছে। রোহিঙ্গারা এদেশের
নাগরিক না হয়েও রাষ্ট্রীয় বাহিনী রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ দেয়ার জন্য জনপ্রতিনিধিদের
বাধ্য করছে। এতে এলাকার পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



বক্তারা অবিলম্বে বিজিতলা ও গামারিঢালা
এলাকায় পুনর্বাসিত রোহিঙ্গাদের কক্সবাজার শরণার্থী শিবিরে ফেরত পাঠানোর দাবিসহ রোহিঙ্গা
অনুপ্রবেশ বন্ধ করার জোর দাবি জানান।



মুখোশ দুর্বৃত্ত
কর্তৃক মিছিলে অংশগ্রহণকারীদের হুমকি!



এদিকে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ দুর্বৃত্ত
কর্তৃক মিছিলে অংশগ্রহণকারীদের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।



বিক্ষোভ মিছিলের পর বিকাল ৩ টার সময় মাইসছড়ি
ইউনিয়নের মানিকছড়ির আমতলা ও রবিচন্দ্র কার্বারী পাড়ার কার্বারী ও নাম প্রকাশে অনিচ্ছুক
আমতলা গ্রামের এক দোকানদারকে অজিত চাকমা নামে এক মুখোশ দুর্বৃত্ত মোবাইলে হুমকি দিয়ে
বলে যে, “তোমরা কেন বিক্ষোভ মিছিল করেছো? কারা কারা মিছিলে গেছে তারা টাকা নিয়ে আজকের
মধ্যে আমার সাথে দেখা করবে”।



তার কথা মত লোকজন তার সাথে দেখা করতে গেলে
দুর্বৃত্তরা তাদেরকে মিছিল-মিটিংয়ে যেতে নিষেধ করে এবং ৩টি মোবাইল কেড়ে নেয়। দুর্বৃত্তরা
তাদেরকে ইউপিডিএফের যাবতীয় তথ্য দেয়ারও নির্দেশ প্রদান করে। অন্যথায় দেখে নেবে বলে
হুমকি দেয়। এ সময় মুখোশ দুর্বৃত্তদের মধ্যে অজিত চাকমা, সক্ষম চাকমাসহ তিন জন উপস্থিত
ছিল বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url