মানিকছড়িতে সেনাবাহিনী ও নব্য মুখোশ কর্তৃক তিন গ্রামবাসীকে এলাকা ছাড়ার হুমকি!

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩


খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী ও নব্য মুখোশ সন্ত্রাসী কর্তৃক তিন
গ্রামবাসীকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।



স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩) সকালে লক্ষ্মীছড়ি
সেনা জোনের অধীন নয়াবাজার আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য ও নব্য মুখোশ সন্ত্রাসীদের
একটি দল যৌথভাবে মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তের চাইল্যাচর নামক গ্রামে যায়। এ সময় সেনা-মুখোশরা
গ্রামের বাসিন্দা মেদু মারমা ও তার দুই ছেলে উচাইরি মারমা ও কংচাইরি মারমার কাছ থেকে
৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। আগামী ৫ দিনের মধ্যে উক্ত চাঁদা না দিলে এলাকা ছেড়ে
অন্যত্র চলে যেতে হুমকি দেয়।



সেনা-মুখোশদের এমন কর্মকাণ্ডে এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসী অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও এলাকায় সন্ত্রাসী
কার্যকলাপ বন্ধের
 দাবি জানান



উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জ্যোতিষ দেওয়ান ও রমজান আলীর নেতৃত্বে নব্যমুখোশ দুর্বৃত্তরা
মিটিঙের নামে ডেকে চাইল্যাচরসহ আশে-পাশের গ্রামের ২০ গ্রামবাসীকে প্রায় দিনভর জিম্মি
করে রাখে। এর মধ্যে উচাইরি মারমা ও কংচাইরি মারমাও ছিলেন। সন্ত্রাসীরা গতকালই উচাইরি
ও কংচাইরিকে ৫ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। সন্ত্রাসীরা গ্রামবাসীদেরকে তাদের
কথা না শুনলে ‘অস্ত্র’ ও ‘ইয়াবা’ গুজে দিয়ে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেয়াসহ নানা হুমকি প্রদান করে। বিকাল ৫টার সময়
সন্ত্রাসীরো গ্রামাবাসীদের ছেড়ে দেয় বলে জানা গেছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url