চার দফা দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও উপাচার্য বরাবর গণস্বাক্ষর পেশ

চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে চার দফা দাবিতে অবস্থান
ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গণস্বাক্ষর সংগ্রহ করার
পর উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এই সময় স্বারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর ড. নুরুল আজিম সিকদার।



আজ রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) সকাল সাড়ে ১১ টার দিকে শহীদ মিনারে এই
কর্মসূচি পালন করা হয়। এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম
পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুদেব চাকমা ও চট্টগ্রাম
মহানগর শাখার সভাপতি সোহেল চাকমা।


বিশ্ববিদ্যালয় প্রশানের পক্ষ থেকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে ক্যাম্পাসে
বিদ্যমান সংকট সমাধানে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। উক্ত সময়ের মধ্যে কোন সিদ্ধান্ত
না নিলে আবার কর্মসূচি পালনের কথা জানিয়ে দেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের চার দফা দাবি হলো: ১.সাধারন শিক্ষার্থীদের নামে দেওয়া
অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে; ২.আহত শিক্ষার্থীদের পরিপূর্ণ সুস্থতার দায়ভার
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে; ৩.শাটল ট্রেনে সকলের সিট নিশ্চিত, ফিটনেস বিহীন
বগি ও ইঞ্জিন সংস্করণ এবং ক্যাম্পাসে অভ্যন্তরীণ চক্রাকার বাস সার্ভিস চালু করতে হবে:
৪.চবি মেডিকেল অভিজ্ঞ ডাক্তার এবং পর্যাপ্ত মেডিসিন ও পরিবহন বৃদ্ধি করতে হবে।



উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের
দুর্ঘটনায় ১৫ জনের অধিক শিক্ষার্থী আহত হন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url