মানিকছড়িতে নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক ২০ গ্রামবাসীকে জিম্মি করে রাখার অভিযোগ!

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩





খাগড়াছড়ির মানিকছড়ি-ফটিকছড়ি উপজেলা সীমান্তবর্তী
চাইল্যাচর এলাকায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা মিটিংয়ের নামে ডেকে ২০ গ্রামবাসীকে
জিম্মি করে রাখার খবর পাওয়া গেছে।



জানা যায়, আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩)
দুপুর সাড়ে ১২টার সময় সন্ত্রাসীরা এলাকাবাসীকে চাইল্যাচর বটতলা নামক স্থানে মিটিংয়ে
ডেকে পাঠায়। বিভিন্ন গ্রাম থেকে গ্রামবাসীরা সেখানে গেলে জ্যোতিষ দেওয়ান ও রমজান আলীর
নেতৃত্বে সন্ত্রাসীরা ২০ গ্রামবাসীকে জিম্মি করে। 
জ্যোতিষ দেওয়ান মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডর
মূল দায়িত্বে রয়েছে বলে জানা গেছে।



জিম্মি হওয়া গ্রামবাসীদের মধ্যে চাইল্যাচর
পাড়ার উচাইরি মারমা (৩৫), পিতা- মেদু মারমা ও কংচাইরি মারমা (৩০), পিতা- মেদু মারমা
নামে দুই জনের নাম পাওয়া গেলেও বাকী ১৮ জনের নাম এখনো পাওয়া যায়নি।



এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্মি করা গ্রামবাসীদের
ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।



স্থানীয় এলাকাবাসী অবিলম্বে জিম্মি হওয়া
লোকজনকে উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি
আহ্বান জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url