চট্টগ্রামে তিন সংগঠনের বিক্ষোভ, কাপ্তাইয়ে গণধর্ষণে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩


রাঙামটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে
৬ জন সেনা সদস্য কর্তৃক এসএসসি পরীক্ষার্থী এক পাহাড়ি কিশোরীকে গণধর্ষণ ও খাগড়াছড়ির
রামগড়ের পাতাছড়ায় বাগান মালিক রহমত উল্লাহ কর্তক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে
চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ের তিন সংগঠন।



সমাবেশ থেকে বক্তারা কাপ্তাইয়ে পাহাড়ি
কিশোরীকে গণধর্ষণে জড়িত সেনা সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।



আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩) বিকালে
হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে নগরীর
ডিসি হিল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
করে প্রেসক্লাব ঘুরে চেরাগী পাহাড় মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।


সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের মহানগর
শাখার ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাকের সভাপতিত্বে ও পিসিপি নগর শাখার সম্পাদক অমিত চাকমার
সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিতা
চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুদেব চাকমা এবং সংহতি জানিয়ে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রাম অঞ্চলের পক্ষে আবিদ ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
কেন্দ্রীয় সহসভাপতি জয় রায়। এছাড়াও উপস্থিত থেকে সংহতি জানিয়েছেন ছাত্র ফেডারেশনের
নগর সভাপতি সাইফুর রুদ্র ও ছাত্র ইউনিয়ন নগর আহ্বায়ক জুয়েল শীল।



হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক
রিতা চাকমা বলেন, সেনাবাহিনীর জন্য পাহাড়ি নারীরা নিরাপত্তা হীনতায় রয়েছে। সেনাবাহিনী
কর্তৃক কল্পনা অপহরণ চাকমাকে অপহরণ, কুমিল্লায় তনুকে ধর্ষণের পর হত্যা, বিলাইছড়িতে
দুই সহোদর মারমা বোনকে ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো পৈশাচিক ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু
এসব ঘটনায় জড়িত সেনা সদস্যদের কখনো বিচার ও শাস্তি হয়নি। উপরন্তু ২০১৮ সালে বিলাইছড়িতে
দুই মারমা বোনকে চিকিৎসা সহায়তা দিতে গিয়ে রাঙামাটি সদর হাসপাতালে চাকমা রাণী ইয়ান
ইয়ান সেনাবাহিনী কর্তৃক লাঞ্ছিত হযেছিলেন। যার ফলশ্রুতিতে পাহাড় ও সমতলে নারী নির্যাতন
ও নিপীড়নের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।



তিনি দেশে বিচারহীনতা ও শাসকগোষ্ঠীর মদদ থাকায়
এসব ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন।


পিসিপি নেতা সুদেব চাকমা বলেন, পার্বত্য
চট্টগ্রামে সেনা-সেটলার কর্তৃক নারী ধর্ষণের ঘটনা নতুন কোন ঘটনা নয়। এ যাবত যত গণহত্যা
ও সাম্প্রদায়িক হামলার ঘটনা সংঘটিত হয়েছে প্রায় সব ঘটনায় নারীরা ধর্ষণ ও যৌন নিগ্রহের
শিকার হয়েছেন। এই সেনাবাহিনী কল্পনা চাকমাকে অপহরণ করে গুম করেছে, বিলাইছড়িতে মারমা
সম্প্রদায়ের দুই বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। কাজেই, নিরাপত্তার দোহাই দিয়ে সেনাবাহিনী
পার্বত্য চট্ট্রগ্রামে যা করছে তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানায়।



তিনি ২০০৮ সালে সেনাশাসনের বিরুদ্ধে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিরোধ তা থেকে শিক্ষা নিয়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ
আন্দোলনের আহ্বান জানান।



গণতান্ত্রিক ছাত্র জোটের আবিদ ইসলাম বলেন,
সেনাবাহিনী পাহাড়ে জাতিগত নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। এদেশের শাসকগোষ্ঠী পাহাড়ে গণবিরোধী
কার্যক্রম জারি রেখেছে।



ছাত্র ইউনিয়ন নেতা জয় রায় রাষ্ট্রীয় মদদে
ধর্ষণ সহ মানবাধিকার লঙ্ঘনের কার্যক্রম জারি রাখা হয়েছে বলে অভিযোগ করেন।



সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে
কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে গণধর্ষণের সাথে জড়িত সেনা সদস্যদের আইনের আওতায়
এনে বিচার ও শাস্তি প্রদান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন অপারেশন উত্তরণ তুলে নেয়া
এবং রামগড়ে পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টাকারী রহমত উল্ল্যাহর উপযুক্ত সাজা নিশ্চিত করার
দাবি জানান।



উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকাল ৯টার সময়
কাপ্তাইয়ের রাইখালি ইউনিয়নের স্থানীয় মিতিঙাছড়ি ক্যাম্পের ৬ জন সেনাসদস্য সাদা পোশাক
পরিহত অবস্থায় মিতিঙাছড়ি গ্রামের এক এসএসসি পরীক্ষার্থী এক পাহাড়ি কিশোরীকে গণধর্ষণ
করে এবং ভুক্তভোগীর পরিবার ও গ্রামের কার্বারিকে এ ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি
প্রদান করে।



 অপরদিকে, একই দিন মধ্যরাতে খাগড়াছড়ির রামগড় উপজেলার
পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়া এলাাকায় স্বামীকে চেতনানাশক ওষুধ খাওয়াইয়ে তার স্ত্রীকে
ধর্ষণের চেষ্টা করে রহমত উল্লাহ নামে এক ব্যক্তি। পরে ভুক্তভোগী রামগড় থানায় মামলা
দায়ের করলে পুলিশ অভিযুক্ত রহমত উল্ল্যাহকে গ্রেফতার করে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url