কাপ্তাইয়ের রাইখালীতে ৬ সেনা সদস্য কর্তৃক এক মারমা কিশোরীকে গণধর্ষণের অভিযোগ!

রাঙামাটি, সিএইচটি নিউজ
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩


রাঙামাটির কাপ্তাই
উপজেলার রাইখালী ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামে সাদা পোশাক পরিহিত ৬ সেনা সদস্য কর্তৃক
এক মারমা কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।



গতকাল রবিবার (৩
সেপ্টেম্বর ২০২৩) সকালে এ ঘটনা ঘটে বলে 
একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরে জানা গেছে। 



খবরটিতে বলা হয়, “গতকাল সকাল আনুমানিক ৯টার দিকে
কাপ্তাই সেনাজোনের অধীন মিতিঙ্গাছড়ি সেনা ক্যাম্প থেকে সাদা পোশাক পরিহিত ৬ জন
সেনা সদস্য রাইখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামে গিয়ে উক্ত মারমা কিশোরীকে (এসএসসি পরীক্ষার্থী) পালাক্রমে ধর্ষণ করে”।



ঘটনার পর উল্টো ক্যাম্প কর্তৃপক্ষ ভুক্তভোগী কিশোরীর পরিবার ও গ্রামের কার্বারীকে ক্যাম্পে ডেকে
ঘটনাটি কাউকে না জানাতে নির্দেশ দেয় এবং ‌‘প্রকাশ করলে ভুক্তভোগী পরিবারকে চরম
পরিণতি ভোগ করতে হবে’-- এমন হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ করা হয় খবরটিতে। 

তবে সিএইচটি নিউজের পক্ষ থেকে  উক্ত ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জানুয়ারি দিবাগত মধ্যরামে রাঙামাটির বিলাইছড়ি
উপজেলার ফারুয়া ইউনিয়নের অরাছড়ি গ্রামে সেনাবাহিনীর সদস্য দ্বারা দুই মারমা বোন ধর্ষণ
ও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। উক্ত ঘটনায় ভূক্তভোগীদের রাঙামাটি
সদর হাসপাতালে চিকি
সা সহায়তা দিতে গিয়ে চাকমা রাণী ইয়ান ইয়াকেও
সেনাবাহিনী কর্তৃক লাঞ্ছিত করা হয়েছিল। কিন্তু সে ঘটনার কোন বিচার হয়নি।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url