কাপ্তাইয়ে ছাত্রীকে গণধর্ষণ ও রামগড়ে নারীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩


রাঙামাটির কাপ্তাইয়ে ৬ সেনা সদস্য কর্তৃক এক পাহাড়ি স্কুল
ছাত্রীকে গণধর্ষণ ও রামগড়ে বাঙালি কর্তৃক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে
ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে রামগড় সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদ (পিসিপ) ও গণতান্ত্রিক যুব
ফোরাম, রামগড় উপজেলা শাখা।



আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে উক্ত দুই ঘটনার
প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের পর তারা প্রতিবাদ সমাবেশ করেন।



সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি
জার্মেন্ট ত্রিপুরার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রনি ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য
রাখেন ইউপিডিএফ সংগঠক নিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় তথ্য প্রচার
সম্পাদক রজেন্টু চাকমা ও পিসিপির রামগড় উপজেলা সভাপতি অসীম চাকমা।



নিঠুন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকার সেনাশাসন জিইয়ে
রেখে দমন-পীড়ন চালানো হচ্ছে। এই সেনাশাসনের মাধ্যমে
 নিরাপত্তার নামে নিয়োজিত সেনাবাহিনী নারীদের ওপর
যৌন নির্যাতন চালাচ্ছে। তারা রক্ষকের নামে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গত ৩
সেপ্টেম্বর রাঙামাটির
 কাপ্তাইয়ের
রাইখালীতে ৬ জন সেনা সদস্য কর্তৃক এসএসসি পরীক্ষার্থী এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের
অভিযোগ উঠেছে। একই দিন রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলা পাড়ায় রহমত উল্ল্যাহ নামে
এক বাঙালি কর্তৃক পাহাড়ি গৃহবধুকে ধর্ষণ চেষ্টার ঘটনা সংঘটিত হয়েছে।


রজেন্টু চাকমা বলেন, কাপ্তাইয়ের সেনা সদস্য দ্বারা এই ধর্ষণের
ঘটনা নতুন নয়। এর আগে ২০১৮ সালে বিলাইছড়িতে একইভাবে দুই মারমা বোন ধর্ষণ ও যৌন
নিপীড়নের শিকার হয়েছিলেন। কিন্তু ওই ঘটনার কোন বিচার আজো হয়নি।



তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি রামগড়ে পাহাড়ি নারীকে
ধর্ষণের সাথে জড়িত রহমত উল্ল্যাকে পুলিশ গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার করলে হবে
না, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ যাবত যত পাহাড়ি নারী ধর্ষণ ও যৌন
নিপীড়নের শিকার হয়েছেন তার কোন ঘটনারই সুষ্ঠু বিচার করা হয়নি। ফলে বার বার এমন
ঘটনা ঘটেই চলেছে।


অসীম চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ-নির্যাতনের
ঘটনা বহুকাল ধরে সংঘটিত হয়ে আসছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে
তারা বার বার ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটাচ্ছে। তিনি কাপ্তাইয়ে সেনা সদস্য কর্তৃক
স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।



সভাপতি জার্মেন্ট ত্রিপুরা অবিলম্বে কাপ্তাইয়ে স্কুলছাত্রীকে
গণধর্ষণের সাথে জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি,
রামগড়ের পাতাছড়ায় পাহাড়ি গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতারকৃত রহমত উল্ল্যাহকে
উপযুক্ত সাজা প্রদানের দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url