রাঙামাটির কুদুকছড়িতে সশস্ত্র মুখোশ দুর্বৃত্ত কর্তৃক একজনের বাড়িতে ডাকাতি, টাকা লুট

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩


রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের কুদুকছড়ি উপর পাড়ায় সেনা মদদপুষ্ট
নব্যমুখোশ দুর্বৃত্তরা রবিচন্দ্র চাকমা (৫২) নামে একজনের
বাড়িতে ডাকাতি করে টাকা-পয়সা লুট করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।



গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।



স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে নব্যমুখোশ দুর্বৃত্তদের
৮/১০ জনের একটি সশস্ত্র দল রবিচন্দ্র চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় তার স্ত্রীসহ অন্যান্য
লোকজন বাড়িতে ছিলেন। দুর্বৃত্তরা প্রথমে বাড়ির লাইট বন্ধ করতে নির্দেশ দেয় এবং বাড়ির
বাইরে যাদের পেয়েছে তাদেরকে বন্দুক তাক করে নড়াচড়া না করে চুপ থাকতে বাধ্য করে। পরে
কয়েকজন দুর্বৃত্ত বাড়ির ভিতর ঢুকে বাড়ির লোকজনকে টাকা ও স্বর্ণালঙ্কার বের করে দিতে
বলে। তারা বাড়ির ওয়ারড্রবসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয়
ও স্ত্রীর চিকিৎসা, ছেলে-মেয়ের পড়াশোনার খরচের জন্য রাখা আনুমানিক ৬০/৭০ হাজার টাকা
‍লুট করে নিয়ে যায়।



প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা আসার পরপরই বাড়ির লাইট বন্ধ করতে
নির্দেশ দেয়। এরপর বাড়ির বাইরে থাকা কয়েকজনকে বন্দুক তাক করে নড়াচড়া না করে চুপ থাকতে
বাধ্য করে। এ সময় দুর্বৃত্তদের কয়েকজন বাড়ির ভিতর ঢুকে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
তবে দুর্বৃত্তদের কাউকে চেনা যায়নি বলে তারা জানান।



প্রত্যক্ষদর্শীরা আরো জানান, দুর্বৃত্তরা আসার কিছু সময় পর তাদের মোবাইল ফোনে কল আসে। এ সময় তাদেরকে ‘জি স্যার, জি স্যার’ বলতে শোনা যায়। এরপর ডাকাতি কার্যক্রম
শেষ করে তারা সেখান থেকে চলে যায়।



উল্লেখ্য, উক্ত ঘটনার ঘন্টা দুয়েক আগে নান্যাচর গুলসাছড়ি নামক গ্রাম
থেকে একদল সশস্ত্র মুখোশ দুর্বৃত্ত বের হয়েছে বলে একটি সূত্রে খবর পাওয়া যায়। ধারণা
করা হচ্ছে তারাই গাড়িযোগে এসে এই ডাকাতির ঘটনা সংঘটিত করেছে।



এদিকে, উক্ত ডাকাতি ঘটনার পর আজ ভোর ৫টার সময় সেনাবাহিনী একটি দলসহ নব্যমুখোশ
ও সংস্কারবাদী জেএসএস-এর একটি সশস্ত্র দল নান্যাচরের ১৮ মাইলের সোনারাম কার্বারি পাড়ায়
হানা দেয় বলে খবর পাওয়া গেছে। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



এলাকার জনগণের অভিযোগ, নব্যমুখোশ দুর্বৃত্তরা বিভিন্ন এলাকায় প্রকাশ্যে
সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করে, ডাকাতি, ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড
করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করে না। উপরন্তু সেনাবাহিনী তাদের
প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে থাকে। ফলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।



এলাকাবাসী এই নব্যমুখোশ দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
করে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য সরকার-প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url