গুইমারায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩


খাগড়াছড়ির গুইমারায় বিশ্ব পরিবেশ সংরক্ষণ
দিবস পালন করেছে সচেতন এলাকাবাসী।



আজ ২৮ জুলাই ২০২৩, শুক্রবার সকাল ১০টায়
‘পরিবেশ রক্ষার্থে সচেতন এলাকাবাসী’ ব্যানারে স্থানীয় ছাত্র ও যুব সমাজ মিলে গুইমারা
উপজেলার বরইতলী ও সাইংগুলি পাড়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এতে
দোকানপাটের আশেপাশে যত্রতত্র ফেলে দেওয়া পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের বোতল কুড়িয়ে আগুন
দিয়ে পুড়িয়ে ফেলা হয়।


এরপর এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব
করেন এলাকার কার্বারি আরে মারমা। অংজ মারমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন তানিমং
মারমা ও অংগজাই মারমা।



বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক
পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। একদিকে সেটলার বাঙালি পুনর্বাসনের ফলে বিস্তীর্ণ
এলাকায় বনভূমি উজাড় হয়েছে, অন্যদিকে রাবার, সেগুন, ইউক্লিপটাস জাতীয় বিদেশি প্রজাতির
লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কারণ এসব গাছ এখানকার পরিবেশের জন্য ক্ষতিকর।
তাই এসব গাছের বাগান না করে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ ও ফলজ বাগান করার মাধ্যমে প্রাকৃতিক
বন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।




বক্তারা পরিবেশ সম্পর্কে সচেতন হ্ওয়ার আহ্বান জানিয়ে
বলেন, বাড়ি ও দোকানের আশেপাশে যত্রতত্র ময়লা আবর্জনা, প্লাস্টিকের বর্জ্য ফেলার কারণে
পরিবেশের ক্ষতিকর প্রভাব পড়ছে। এসব থেকে নানা রোগবালাই দেখা দিচ্ছে। তাই এসব ময়লা-আবর্জনা
নির্দিষ্ট জায়গায় ফেলে প্লাস্টিকের বর্জ্যগুলো পুড়িয়ে ফেলতে হবে।



সভাপতির বক্তব্যে কারবারি মহোদয় বলেন,
আমাদের সংরক্ষিত পাড়াবন অতি প্রয়োজন হয়ে পড়েছে। তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য বসবাস
যোগ্য পৃথিবী গড়তে সকলের প্রতি আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url