বান্দরবানে হোটেল থেকে ২০ রোহিঙ্গা আটক

বান্দরবান, সিএইচটি নিউজ
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

আটক রোহিঙ্গা নাগরিকরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমের সৌজন্যে

বান্দরবানে একটি আবাসিক
হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।



গতকাল বৃহস্পতবিার (৩১
আগস্ট ২০২৩) বিকালে শহরে ট্রাফিক মোড় এলাকার হোটেল পর্বত থেকে তাদের আটক করা হয়েছে
বলে জানান বান্দরবান সদর থানার এসআই আমিনুল ইসলাম।



তিনি বলেন, “পর্বত হোটেলে
একদল রোহিঙ্গা অবস্থান করছে বলে আমাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান
চালিয়ে ২০ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে এরা কক্সবাজারের উখিয়ার
থাইংখালী শরনার্থী শিবিরের বাসিন্দা।”



তারা কার মাধ্যমে, কীভাবে
বান্দরবানে এসেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন,
“জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আবারও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।”



এ বিষয়ে জানতে চাইলে
হোটেল পর্বতের ম্যানেজার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “দুপুর সাড়ে ৩টার দিকে
দিকে ফজলুল করিম নামে একটি ব্যক্তি পাঁচজনকে আমাদের হোটেলে রেখে যান। তিনি চলে
যাওয়ার পর দেখি একজন একজন করে ২০ জন হোটেলের কক্ষে প্রবেশ করে। এরা রোহিঙ্গা বলে
সন্দেহ হয় আমাদের। কিছুক্ষণ পর পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।”



আটক কয়েকজন রোহিঙ্গা
জানিয়েছেন, ফজলুল করিম তাদের মাঝি বা দলনেতা। তিনি বাংলাদেশি। বিভিন্ন ক্ষেতখামারে
কাজ করানোর জন্য তাদের উখিয়া থেকে কক্সবাজারে নিয়ে এসেছেন তিনি।



ফজলুল করিম হোটেলে যে
মোবাইল টেলিফোন নম্বর দিয়েছিলেন, সেটিতে ফোন করা হলে বন্ধ পাওয়া গেছে।



সূত্র: বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকম



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url