খাগড়াছড়িতে পুনর্বাসিত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবিতে বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলিতে বিক্ষোভ

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩


খাগড়াছড়ির বিজিতলা ও গামারিঢালা এলাকায় ভূয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে পুনর্বাসিত
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর এবং অবৈধ পুনর্বাসনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বাঘাইছড়ি
উপজেলার সাজেক ও বঙ্গলতলি ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট ২০২৩) দুপুরে ইউপিডিএফভুক্ত চার সংগঠন গণতান্ত্রিক
যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র
পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর বাঘাইছড়ি উপজেলা শাখাসমূহের উদ্যোগে
এই বিক্ষোভের আয়োজন করা হয়।



‘মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশ বন্ধ
কর’ এই দাবি সম্বলিত শ্লোগানে দুপুর ১টায় সাজেকের বাঘাইহাট এলাকায় মিছিল পরবর্তী বাইবাছড়া
স্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।





সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সহসভাপতি ইংগেছ চাকমার
সভাপতিত্বে ও পিসিপির বাঘাইছড়ি উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক নবীন চাকমার সঞ্চালনায়
বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা
কমিটির অর্থ সম্পাদক অনুপম চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজলা শাখার
নেত্রী রুপসী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অর্পনা চাকমা।



একই দাবি ও শ্লোগানে দুপুর ১টায় বঙ্গলতলি ইউনিয়নেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়। মিছিল পরবর্তী  বঙ্গলতলী ইউনিয়নের বটতলা এলাকায় আয়োজিত সমাবেশে নিখিল চাকমার
সভাপতিত্বে ও পিসিপি’র বাঘািইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সত্য চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র বাঘাইছড়ি
ইউনিটের সংগঠক রিয়েল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন
চাকমা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের
বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশাখা চাকমা ও পিসিপির বাঘাইছড়ি উপজেলা সভাপতি অজল চাকমা।


পৃথকভাবে অনুষ্ঠিত এসব সমাবেশে বক্তারা বলেন, সরকার অস্থিতিশীল পরিস্থিতি
সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অবৈধভাবে পার্বত্য চট্টগ্রামে
পুনর্বাসন করছে। ইতোমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নের বিজিতলা ও গামারিঢালা
এলাকায় সেনাবাহিনীর বিজিতলা ক্যাম্প কমাণ্ডারের নেতৃত্বে ৩৩ পরিবার রোহিঙ্গাকে পুনর্বাসন
করা হয়েছে। আর এই পুনর্বাসিত রোহিঙ্গাদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ দিতে স্থানীয় ইউনিয়ন
পরিষদকে বাধ্য করা হচ্ছে। শুধু খাগড়াছড়িতে নয়, ইতোমধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি,
লামাসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের বসতিস্থাপন করা হয়েছে বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে
জানা যাচ্ছে।



বক্তারা আরো বলেন, পাহাড়িদের নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে আশির দশকে
সমতলের চার লক্ষাধিক বাঙালি সেটলারকে পার্বত্য চট্টগ্রামে বসতিস্থাপন করা হয়েছিল। এর
ফলে পাহাড়িরা দিন দিন সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। তার মধ্যে আবার রোহিঙ্গাদের
অবৈধভাবে পুনর্বাসনের মাধ্যমে নতুন করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্থিতিশীল করার
ষড়যন্ত্র চলছে।।



সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খাগড়াছড়ির বিজিতলা ও গামারিঢালা এলাকায়
পুনর্বাসিত রোহিঙ্গাদের কক্সবাজারে তাদের শরণার্থী শিবিরে ফেরত পাঠানো এবং অবৈধ রোহিঙ্গা
পুনর্বাসনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা
অনুপ্রবেশ বন্ধের জোর দাবি জানান।



 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url