ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে পূনরায় কারাফটক থেকে গ্রেফতারের প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩


হাইকোর্টের জামিন নিয়ে রাঙামাটি জেলা কারাগার থেকে বের হওয়ার সময় পিসিপি’র
কেন্দ্রীয় সহসভাপতি কুনেন্টু চাকমাকে সেনাবাহিনী কর্তৃক পূনরায় কারাফটক থেকে গ্রেফতারের
প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রামগড় উপজেলা শাখা।



আজ মঙ্গলবার (৮ আগস্ট ২০২৩) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি জার্মেন্ট
ত্রিপুরা, পিসিপি’র রামগড় উপজেলা সভাপতি নয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক তৈমাং ত্রিপুরা।



বক্তারা গত ৩ আগস্ট ২০২৩ উচ্চ আদালতের জামিনে কারামুক্ত পিসিপি নেতা কুনেন্টু চাকমাকে সেনাবাহিনী কর্তৃক
রাঙামাটি জেলা কারাগারের ফটক থেকে পূনরায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিজেদের প্রমোশন লাভের জন্য দশকের পর দশক
ধরে অন্যায় গ্রেফতার, নির্যাতন, হত্যা, ভূমি বেদখল, নারী নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের
ঘটনা সংঘটিত করছে। হাইকোর্ট থেকে জামিনে কারামুক্ত ছাত্র নেতা কুনেন্টু চাকমাকে কারাফটক
থেকে গ্রেফতার তা আবারো প্রমাণ করেছে।


বক্তারা আরো বলেন, কুনেন্টু চাকমা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত অন্যায়-অবিচারের
বিরুদ্ধে সোচ্চার থাকায় তাকে বার বার আটক করে কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে। দীর্ঘ চার
বছরের অধিক তিনি কারাবন্দি অবস্থায় রয়েছেন। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই,
অন্যায়ভাবে গ্রেফতার, নিপীড়ন-নির্যাতন করে পাহাড়ি জনগণের মুক্তির আন্দোলনকে নস্যাৎ
করা যাবে না। পাহাড়ি ছাত্র-যুব সমাজ জনগণকে সাথে নিয়ে শাসকগোষ্ঠির অন্যায়-অবিচারের
বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।



সমাবেশে তারা বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের আইনি সুযোগ
সুবিধা লাভের অধিকার রয়েছে। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে মত প্রকাশ
করার অধিকার রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী দেশের আইন-আদালত, বিচার
ব্যবস্থাকে তোয়াক্কা না করে বেআইনিভাবে গ্রেফতার, নিপীড়ন করে প্রমোশন বাণিজ্য চালাচ্ছে।



বক্তারা অবিলম্বে পিসিপি নেতা কুনেন্টু চাকমাসহ মিথ্যা মামলায় আটক সকল
কারাবন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে
বলপ্রয়োগের নীতি পরিহার করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার জন্য সরকারের
প্রতি আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url