ব্রিটিশ কর্তৃক ‘স্বাধীন পার্বত্য রাজ্য’কে ‘জেলায় রূপান্তর’ বিষয়ে মহালছড়িতে আলোচনা সভা

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২ আগস্ট ২০২৩


ব্রিটিশ ঔপনিবেশি শাসনামলে ১৮৬০ সালের
১ আগস্ট ‘স্বাধীন পার্বত্য রাজ্য’কে ‘জেলায় রূপান্তর’ বিষয়ে খাগড়াছড়ির মহালছড়িতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।



আজ বুধবার (২ আগস্ট ২০২৩) বেলা ২টার সময় মহালছড়ি চিন্তাশীল এলাকাবাসীর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।



‘সরকারি ভাষ্য-ই ইতিহাস নয়, প্রকৃত ঘটনাবলী
জানুন’ শ্লোগানে “পার্বত্য চট্টগ্রামে ঔপনিবেশিক শাসন (১৮৬০-১৯৪৭): শোষণ-বঞ্চনার ও
নিপীড়নের বিরুদ্ধে পাহাড়ি জনগণের অব্যাহত সংগ্রাম” শীর্ষক এ আলোচনা সভায় প্রগতি কার্বারির
সভাপতিত্বে ও বিজগ খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুমন্ত কার্বারি, যুব প্রতিনিধি উষঅময়
খীসা ও রিতু চাকমা।



বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম এক সময়
বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত স্বশাসিত রাজ্য ছিল। মুঘলরা তাদের দলিলপত্রে এ অঞ্চলেকে
কার্পাস মহল হিসেবে উল্লেখ করত। পর্তুগীজ ঐতিহাসিক জোয়াও ডি ব্যারেজ ১৫৫০ সালে আঁকা
একটি মানচিত্রে এ অঞ্চলকে ‘চাকোমাস’ হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু ভারতীয় উপমহাদেশ
ব্রিটিশ ঔপনিবেশিকদের করতলগত হলে ১৮৬০ সালের ১ আগস্ট ব্রিটিশ শাসকরা আইন জারি করে এই
স্বাধীন রাজ্যকে ‘পার্বত্য চট্টগ্রাম’ ‘জেলায় রূপান্তর’ করে তাদের শাসনভূক্ত করে নেয়।
এরপর থেকে তারা এ অঞ্চলের অধিবাসীদের ওপর শাসন-শোষণ চালায়। যদিও তৎসময়ে চাকমা রাণী
কালিন্দী ব্রিটিশদের অন্যায় শাসন-শোষন মেনে নেননি।



বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে
নিয়ে সরকারি-বেসরকারিভাবে অনেক ইতিহাস রচিত হয়েছে। অনেক গবেষক গবেষণা করেছেন। ব্রিটিশরা
যেসব বই লিখেছেন তাতে ব্রিটিশ সরকারের ভাষ্যই প্রতিফলিত হয়েছে। কাজেই আমাদের নতুন প্রজন্মকে
পার্বত্য চট্টগ্রামের সঠিক বস্তুনিষ্ঠ ইতিহাস উদ্ঘাটন করতে হবে।  শাসকগোষ্ঠীর ভাড়া খাটা লেখক, গবেষকদের ইতিহাস বিকৃতি
বিষয়ে সচেতন হতে হবে। শাসকগোষ্ঠীর স্বার্থে রচিত কাহিনী, অপপ্রচারণায় লিপ্ত মিডিয়া
ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে।



সভায় বক্তারা রাণী কালিন্দী ও তার পূর্বসূরী
রাজা শের দৌলত খাঁ, সেনাপতি রুণূ খাঁসহ ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকারী বীরদের
স্মরণ করেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।




 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url