কাউখালীতে কাপ্তাইয়ের ধর্ষকদের কুশপুত্তলিকায় থুতু নিক্ষেপ ও লাঠিপেটা করে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩


রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীতে সেনা কর্তৃক ধর্ষণের শিকার
মারমা কিশোরীকে ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা প্রচারে বাধ্য করার প্রতিবাদে ধর্ষকদের
কুশপুত্তলিকায় থুতু নিক্ষেপ ও ঝাড়ু-লাঠিপেটা করে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ কর্মসূচি
পালন করেছে কাউখালী এলাকার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।



 সেনাবাহিনীর দালালের কুশপুত্তলিকায় জুতাপেটা করছে এক কিশোর।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৩টার সময় রাঙামাটির
কাউখালীতে উক্ত ঘৃণা ও ক্ষোভ প্রকাশ কর্মসূচি পালন করা হয়। এতে শিশু, কিশোর-কিশোরী,
ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক
লোকজন উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং
কাপ্তাইয়ে মারমা কিশোরীকে গণধর্ষণে জড়িত ৬ সেনা সদস্য ও সেনাবাহিনীর দুই দালালের কুশপুত্তলিকায় থুতু
নিক্ষেপ, লাঠি ও জুতাপেটা করে তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন। 



কুশপুত্তলিকায় লাঠি ও জুতাপেটা করে ঘৃণা প্রকাশের সময় চারদিক
থেকে “যে বাহিনী ধর্ষণ করে সে বাহিনী চাই না; পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও-নিতে
হবে; আমার বোন ধর্ষণ কেন প্রশাসনের জবাব চাই; সেনাবাহিনীর টালবাহানা, চলবে না চলবে
না; ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াও এক সাথে; ধর্ষক তুমি যেই হও, শাস্তি তোমায় পেতে
হবে” এমন শ্লোগানে কর্মসূচির মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।


কর্মসূচিতে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন, স্কুল ছাত্রী ক্রাচিনু
মারমা, কলেজ ছাত্রী সানুবাই মারমা ও এলাকার বিশিষ্ট মুরুব্বি মোব্বাচি মারমা ও
থোইয়াচিঅং মারমা।



বক্তারা কাপ্তাইয়ে মারমা কিশোরীকে গণধর্ষণের তীব্র নিন্দা ও
ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার নামে আমাদের
মা-বোনদের ধর্ষণ, নির্যাতন করছে। গত ৩ সেপ্টেম্বর কাপ্তাইয়ের রাইখালীতে সংঘটিত
গণধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে সেনাবাহিনী ভূক্তভোগী কিশোরীকে ঘটনা অস্বীকার করতে
বাধ্য করেছে এবং তা ভিডিও ধারণ করে প্রচার করেছে। দেশের আইনে ভূক্তভোগী নারীর
ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও সেনাবাহিনী তাতে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।


বক্তারা কাপ্তাইয়ের গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর
জন্য সকলের প্রতি আহ্বান জানান।



তারা অবিলম্বে ঘটনায় জড়িত ৬ সেনা সদস্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক
সাজা দেয়ার দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়ে দেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url