বেলুচ রেজিমেন্ট কর্তৃক আগ্রাসনের ৭৬ বছর উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২০ আগস্ট ২০২৩


খাগড়াছড়ির পানছড়িতে পার্বত্য চট্টগ্রামে
পাকিস্তান বেলুচ রেজিমেন্ট কর্তৃক আগ্রাসনের ৭৬ বছর উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতন্ত্রিক
যুব ফোরামের উদ্যোগে
“বহিঃশত্রুর ধারাবাহিক
আগ্রাসন, পার্বত্যবাসীর অধিকার হরণ ও অস্তিত্বের সংকট
" শীর্ষক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।



আজ রবিবার (২০ আগস্ট ২০২৩) অনুষ্ঠিত আলোচনা
সভায় গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি রিপন ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক ধরেন ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা করেন পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি সুমেন
চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, ৩ নং পানছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ
চাকমা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয়কুমার চাকমা, বরকলক গ্রামের মরুব্বী জীবন কৃষ্ণ
চাকমা, ইউপিডিএফ’র পানছড়ি ইউনিটের সংগঠক আইচুক ত্রিপুরা ও বিশিষ্ট মরুব্বী রমেল মারমা।



সভায় সুমেন চাকমা ১৯৪৭ সালের ২০ আগস্ট
পার্বত্য চট্টগ্রামে পাকিস্তান বেলুচ রেজিমেন্ট কর্তৃক পার্বত্য চট্টগ্রামে আগ্রাসন
ও পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাস নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং বর্তমান পরিস্থিতি
ও করণীয় সম্পর্কে তুলে ধরেন।



যু্ব নেতা বরুন চাকমা বলেন, ২০ আগষ্ট দিনটি
কেন পার্বত্য চট্টগ্রামের জন্য অভিশপ্ত দিন এখানে উপস্থিত গুটিকয়েকজন ছাড়া অনেকে জানে
না। কারণ অমরা আমাদের নিজস্ব ইতিহাস চর্চা করি না। আমরা ব্রিটিশ আমল, পাকিস্তান আমল
এবং বর্তমান বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানি, কারণ সেটা ছোটকাল থেকেই পাঠ্যপুস্তকে
পড়েছিলাম। কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়িদের সঠিব ও বীরত্বপূর্ণ ইতিহাস কোন
পাঠ্যপুস্তকে লেখা নেই। সেজন্য আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানি না। যার জন্য এরকম
আলোচনা সভা আয়োজনের মাধ্যমে ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমরা যদি আমাদের সঠিক ইতিহাস
না জানি তাহলে বার বার ভুল করবো।



কালাচাঁদ চাকমা পার্বত্য চট্টগ্রামের ইতিহাস
জেনে ও তার থেকে শিক্ষা নিয়ে আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য উপস্থিত ছাত্র যুবকদের
প্রতি আহ্বান জানান।



অসেতু বিকাশ চাকমা সভায় উপস্থিত ছাত্র
ও যুবকদের উদ্দেশ্যে তার স্কুল জীবনের পড়ালেখার উদাহারণ দিয়ে বলেন, কোন কিছুকে অবহেলা
করা ঠিক নয়। আজকে যে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে এ বিষয়ে তোমাদের
ভালো করে ধারণ করা প্রয়োজন। ইতিহাসকে অবহেলা করা ঠিক নয়, সঠিক ইতিহাস সম্পর্কে তোমাদের
জানতে হবে।



তিনি আরো বলেন, আমাদের অস্তিত্ব এখন সংকটের
পথে। সীমান্ত সড়ক আমাদের একসময় কাল হয়ে দাঁড়াবে। সেজন্য সকল বিষয়ে সচেতন হয়ে সবাইকে
আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।



চেয়ারম্যান জয়কুমার চাকমা বলেন, ৭৬ বছর
আগে পাকিস্তান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে যে আগ্রাসন শুরু হয় আজ অবধিক পার্বত্য চট্টগ্রামকে
নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এক সময় আমরা স্বতন্ত্র ছিলাম, কারোর অধীনে আমরা ছিলাম না।
কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেটা আজ আমাদের হাতে নেই।



তিনি আরো বলেন, অধিকার কেউ কাউকে দেয় না,
অধিকার কেড়ে নিতে হয়। এখন আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। তিনি বলেন, সত্য একটিই, দুটি
নয় এবং যুক্তিও একটি দুটি নয়। তাই পাহাড়ে যারা সঠিক লাইনে আন্দোলন করছে তাদের সাথে
সংগঠিত হয়ে ‘বিনিভাতের’ মত আমাদেরকে এক হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে।



জীবন কৃষ্ণ চাকমা বলেন, ২০ আগষ্ট বিষয়ে
আজকে এ সভার মাধ্যমে জানতে পারলাম। আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে জানলাম। তিনি উপস্থিত
ছাত্র-যুবকদের উদ্দেশ্যে বর্তমান সময়ে মোবাইল ফোনের অপব্যবহারের কারণে ছাত্র যুব সমাজ
কিভাবে অধঃপতন হচ্ছে সে ব্যাপারে তুলে ধরেন এবং মোবাইল ফোন সঠিকভাবে ব্যবহারের অনুরোধ
করেন।



তিনি ছাত্র-যুবকদের উদ্দেশ্যে আরো বলেন,
তোমাদের বয়সের সময় আমরা জাতির জন্য অনেক কিছু করেছি। ’৮০, ’৮২ সালের সময়ে শান্তিবাহিনীকে
প্রয়োজনীয় সহযোগীতা দিয়েছি। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় যেভাবে ভুমি বেদখল
যেভাবে হচ্ছে তা দেখলে চমকে উঠতে হয়, মন কাঁদে। তিনি ছাত্র-যুব সমাজকে এর বিরুদ্ধে
প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।



ইউপিডিএফ সংগঠক আইচুক ত্রিপুরা বলেন, আমাদেরকে
রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আমরা পার্বত্যবাসী দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে আগ্রাসনের
শিকার হয়ে আসছি। এখনো শেষ হয়নি। সরকার-শাসকশ্রেণী বার বার আমাদের ওপর নিপীড়নের স্টিমরোলার
চালিয়ে যাচ্ছে। দেশ ভাগের সময় আমরা পাহাড়ি ৯৭% ৯৮% ছিলাম. কিন্তু এখন আমরা সংখ্যালঘুতে
পরিণত হয়েছি। পাহাড়কে আজ ঘেরাও করা হচ্ছে সীমান্ত সড়কের মাধ্যমে। সীমান্ত সড়ক বর্তমান
সময়ে সামান্য সুবিধা হলেও একসময় আমাদের কাল হয়ে দাঁড়াবে।



তিনি সরকারের জুম্ম ধ্বংসের সকল ষড়যন্ত্রের
বিরুদ্ধে সোচ্চার হতে এবং জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামিল হ্ওয়ার জন্য ছাত্র-যুব
সমাজের প্রতি আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।




 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url