বেলুচ রেজিমেন্ট কর্তৃক পার্বত্য চট্টগ্রামে আগ্রাসনের ৭৬ বছর উপলক্ষে গুইমারায় আলোচনা সভা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ আগস্ট ২০২৩


পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট কর্তৃক পার্বত্য
চট্টগ্রাম আগ্রাসনের ৭৬ বছর উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফের উদ্যোগে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।



আজ সোমবার (২১ আগস্ট ২০২৩), সকাল ৯টার
সময় “বহিঃশত্রুর ধারাবাহিক আগ্রাসন. পার্বত্যবাসীদের অধিকারহরণ ও অস্তিত্বের সংকট” শীর্ষক
এই আলোচনা সভার আয়োজন করা হয়।



সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ সংগঠক নিশান
মারমা। বিকাশ ত্রিপুরা সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউপিডিএফের
গুইমারা অঞ্চলের সংগঠক তানিমং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি
অনিমেষ চাকমা।



বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বৃটিশ
আমল থেকে আগ্রাসন চলে আসছে। ১৯৪৭ সালে বৃটিশ ঔপনিবেশিক শাসকরা ভারত ও পাকিস্তান নামে
দু’টি রাষ্ট্র সৃষ্টি করলে তারা পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধুষিত
পাকিস্তানের হাতে তুলে দেয়। ফলে ’৪৭ সালের ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম আবার পাকিস্তান
কর্তৃক আগ্রাসনের শিকার হয়। পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট সশস্ত্র আগ্রাসন চালিয়ে পার্বত্য
চট্টগ্রামকে দখল করে। এতে পার্বত্যবাসী আরেক অনিশ্চয়তার মুখে পড়ে যায়।



তারা আরো বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের
মাধ্যমে ১৯৭১ সালে বর্তমান বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন হলেও পার্বত্য চট্টগ্রামের
পাহাড়িদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এদেশের শাসকগোষ্ঠিও পাকিস্তানিদের কায়দায় পার্বত্যবাসী
পাহাড়িদের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। এর ফলে পাহাড়িদের অস্তিত্ব আজ চরম সংকটে আবর্তিত
হয়েছে।



বক্তারা জাতির অস্তিত্ব রক্ষার্থে ছাত্র-যুব
সমাজসহ সর্বস্তরের জনগণকে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url